২য় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং এর ৪৩ বলে ৫৭ রান এবং রভম্যান পাওয়েল এর ২৮ বলে অপরাজিত ৬১ রানের ঝড় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানে করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রাখেন সাকিব অল হাসান। তার ব্যাট থেকে আসে ৫২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। যার বর্তমান বিশ্বে টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের রেকর্ড গড়েন তিনি। সাকিব ছাড়া বলার মতো রান করতে পেরেছেন আফিফ তিনি করেন ২৭ বলে ৩৪ রান।

বাকিরা ছিলেন ব্যর্থতার মিছিলে। ফলে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করে, ৩৫ রানের পরাজয় বরণ করতে হয়েছে। ম্যাচ সেরা রভম্যান পাওয়েল। তিন টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে হেরে ১-০ তে পিছিয়ে গেল বাংলাদেশ।

শেষ টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ কী সিরিজে সমতা আনতে পারবে বাংলাদেশ, নাকি হারের বৃত্তে ঘুরপাক খাবে বাংলাদেশ? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।
